advertise-1

detail blogs

a

Mendelian Inheritance,,,,

     Mendelian Inheritance 

    
Mendel began his experiment with two types of bean plants (Pisum sativum) with alternative character. One type of woodpecker was tall
(Hamaezaigas) artificial insemination of a short fly with pure markings with long eruptions.
Short pollen is placed in the womb with the pollen of vertical plants.As a result of pollination  All of the plants that emerged from the seed produced by the long first pollination resulted in Mendel being the first filial generation or
-Mavel's experiments (in the field) are performed on a pea plant with the opposite characteristics of azalea and such experiments are called monohybrid cross.
1. As peas are perennial plants, they can be easily grown in garden lands and in tubs.
2. Because of the short life span of each pea plant, hybridization results are obtained in a very short time.
3. Due to the large size of the flower, the pea tree can be easily hybridized.
5. As the flowers of this tree are bisexual, self-pollination can easily take place. The pea tree has multiple obvious comparative opposite features.
. Hybridized monkeys can breed regularly due to their fertile nature.

 

মেন্ডেলিয়ান ইনহেরিট্যান্স (Mendelian Inheritance)

 

মেন্ডেল বিপরীত বৈশিষ্ট্য (alternative character)-যুক্ত দুধরনের মটরশুঁটি গাছ (Pisum sativum) নিয়ে তাঁর পরীক্ষা শুরু করেছিলেন। এক ধরনের উড্ভিদ ছিল লম্বা (tall), অন্য শ্রেণির উদ্ভিদ ছিল খাটো (dwarf)। পরীক্ষা শুরু করার আর্গে তিনি মটরশুটি গাছের বিশুদ্ধতা পর্যবেক্ষণ করেন। এরপর শুদ্ধ লক্ষণযুক্ত (হােমাজাইগাস) একটি লম্বা উড্ডিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো উড্ডিদের কৃত্রিম পরাগসংযােগ ঘটান।

লম্বা উদ্ভিদের পরাগরেণ্ণ (pollen) নিয়ে খাটো উদ্ডিদের গর্ভমুন্ডে স্থাপন করা হলাে। পরাগসংযােগের ফলে

উৎপন্ন বীজ থেকে যে সব উদ্ভিদ আবির্ভৃত হলা তা সবগুলােই  লম্বা।  প্রথম পরাগসংযােগের ফলে সৃষ্ট উদ্ভিদগুলোকে মেন্ডেল  প্রথম বংশধর (first filial generation) বা F1 জনুরূপে চিহ্নিত করেন। পরে মেন্ডেল F1 জনুর উদ্ভিদগুলাের মধ্যে সংকরায়ণ (hybridization) ঘটান। দ্বিতীয়বার পরাগসংযােগের ফলে। সৃষ্ট দ্বিতীয় বংশধর( second filial generation)-এ বা F1, জনুর মােট ১০৬৪ উদ্ভিদের মধ্যে ৭৮৭টি লম্বা। /এবং ২৭৭টি খাটো পাওয়া গেল, অর্থাৎ লম্বা ও খাটো উড্ভিদের অনুপাত দাঁড়ালাে ৩ ঃ১।২৪৬জাবাণল

-মেভেলের পরীক্ষাগুলা (প্রকিক্ষত্রে) এজড়া বিপরীত বৈশিষ্টযুক্ত মটরুটি গাছের মধ্যেই সংঘটিত হয় এবং এ ধরনের পরীক্ষাকে মনোহাইব্রিড ক্রস (monohybrid cross) বা একলক্ষণ সংকরায়ণ বলা হয়। পরবর্তীতে মেন্ডেল দুজোড়া বিপরীত বৈশিষ্টযক্ত মটরশঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেন। একটি শুদ্ধ। লক্ষণযুক্ত হলুদ-গােল বীজ উৎপন্নকারী উদ্ভিদের সাথে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ-কৃঞ্চিত বীজ উৎপন্নকারী উদ্ভিদের পরাগসংযােগ ঘটানাের পর দেখা গেল F, জনুর সবগুলাে উড্ভিদই হল্দুদ-গােল বীজ উৎপন্ন করতে সক্ষম। কিন্তু F, জনুতে ১৬টি বংশধরের মধ্যে ৯টি হলুদ-গােল, তটি হলুদ-কুঞ্চিত, ৩টি সবুজ-গােল ও ১টি সবুজ-কুঞ্চিত বীজ উৎপনুকারী উদ্ভিদ পাওয়া গেল। মেন্ডেলের এ পরীক্ষাকে (দুজোড়া বিপরীত বৈশিষ্ট্যুক্ত উ্ডিের মধ্যে সংঘটিত) ডাইব্রিড ক্রস (dihybrid cross) বা দ্বিলক্ষণ সংকরায়ণ বলে। মেন্ডেলের উপরোল্লিখিত গবেষণা ও ফলাফল সামগ্রিকভাবে মেন্ডেলিয়ান ইনহরিট্যান্স নামে পরিচিত।

মেন্ডেল তার পরীক্ষার জন্য মটরশুঁটি গাছকে নমুনা হিসাবে মনোনীত করার কারন-

১. মটরশুঁটি গাছ একবর্ষজীবী হওয়ায় অতি সহজেই বাগানের জমিতে ও টবে ফলানাে যায়। 

২. মটরশুটি গাছের প্রতিটি জনুর আযুঙ্কাল স্বল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যেই সংকরায়ণ পরীক্ষার ফল পাওয়া যায়

৩. ফুলগুলো আকারে বড় হওয়ায় মটরশুঁটি গাছে অতিসহজেই সংকরায়ণ ঘটানাে যায়।।

৫. এ গাছের ফুল উভলিঙ্গ হওযায় সহজেই স্বপরাগায়ন ঘটানাে যায়।

৪. মটরশুটি গাছে একাধিক সুম্পষ্ট তুলনামূলক বিপরীত বৈশিষ্ট্য বিদ্যমান।

৬. সংকরায়ণ সৃষ্ট বংধরগুলাে উর্বর (fertile) প্রকৃতির হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধি করতে পারে।

সূত্রঃ জীববিজ্ঞান বই ( একাদশ - দ্বাদশ শ্রেনী) 

 

advertise-4